আজকের শিরোনাম :

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০১৯, ২০:১৭

হবিগঞ্জ সদর উপজেলার শৈলজুরা গ্রামে রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় অন্তত ১৫ জনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ শুক্রবার দুপুরে শৈলজুরা ইউনিয়নের গায়েবপুর গ্রামের দিদার আলীর ছেলে কামাল মিয়ার সাথে একই গ্রাম ইউসুফ আলীর ছেলে লাল মিয়ার বাড়ির রাস্তা কাটা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ সময় তাদের মাঝে কথা কাটাকাটি হয়। এর জের ধরে উভয়ের পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে মহিলাসহ উল্লেখিত সংখ্যক লোক আহত হয়েছেন। স্থানীয় মুরুব্বীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের মাঝে গুরুতর অবস্থায় রুবেল মিয়া (৩২), সরুফা বেগম (৫০), রুহেল মিয়া (১৩), রহিমা বেগম (৪০), কালা বানু (৬০), বাহার মিয়া (৩৬), দুলাল মিয়া (৪০), নাজু আক্তার (২০), আরজু মিয়া (৩৫), জামান মিয়াকে (৫০) সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।


এবিএন/ নুরুজ্জামান ভূঁইয়া/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ