আজকের শিরোনাম :

পটিয়ায় বহিস্কৃত ইউপি সদস্য বিভিন্ন অপকর্মের অভিযোগে গ্রেফতার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০১৯, ১৩:৫১

চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বিতর্কিত ও আদালতের নির্দেশে বহিস্কৃত ইউপি সদস্য নাছির উদ্দিন আলমদারকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে এলাকায় ইয়াবা ব্যবসাসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। 

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছনহরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

ঘটনার সত্যতা স্বীকার করে পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান ‘বহিস্কৃত ইউপি মেম্বার নাছিরের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানকে মারধরসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হ্েচ্ছ।’

ছনহরা ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতী জানিয়েছেন ‘নাছির দীর্ঘদিন ধরে ছনহরা ইউনিয়নের মুরালীঘাট বাজার, চাটারা ও উত্তর ছনহরা এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছে। তার নেতৃত্বে ১০-১২ জনের একটি চক্র পুরো ছনহরা এলাকায় ইয়াবা সাম্রাজ্য গড়ে তুলেছে।’

এ ছাড়া গত ২০১৭ সালের ২০ আগস্ট ইউপি চেয়ারম্যানকে মারধরের অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সাময়িক বরখাস্ত করে। 

সর্বশেষ বহিস্কৃত ইউপি মেম্বার নাছির গত ১৪ আগস্ট রাত ১১টায় ছনহরা থেকে পটিয়া ফেরার পথে আলমদারপাড়া মোড়ে ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতীকে অতর্কিত হামলা করে। 

এ ঘটনায় চেয়ারম্যান দৌলতী তার বিরুদ্ধে পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।  

এবিএন/সেলিম চৌধুরী/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ