আজকের শিরোনাম :

রাণীশংকৈলে জেলা ইজতেমা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০১৯, ১৫:৪১

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তাবলীগ জামাতের ৩ দিনব্যাপী (২২-২৪ আগষ্ট) জেলা ইজতেমা আজ বৃহস্পতিবার যোহরের নামাজের পর শুরু হয়েছে। তাবলীগ জামাতের অতিথি মুরব্বিরা বয়ান শুরু করতে ইজতেমা ময়দানে উপস্থিত হয়েছেন। 

যোহরের নামাজের পর ঢাকার মুরব্বি ডা. আতাউর গনি বয়ান শুরু করেন। বাদ মাগরিব মুফতি জিয়া বিন কাশেম, শুক্রবার ফজরের পর মুফতি আজিম উদ্দীন বয়ান করবেন। ইজতেমা ময়দানের ব্যাপক আয়োজন থাকলেও তেমন মুসল্লিদের উপস্থিতি নেই।  

এ প্রসঙ্গে তাবলীগের জেলা আমির ইউনুস আলী বলেন ইজতেমা মাঠে ব্যাপক মানুষের সমাগম হবে, এ পর্যন্ত যারা আল্লাহর রাস্তায় জান দিতে প্রস্তুত তারাই কেবল মাত্র উপস্থিত হয়েছেন আর অন্যান্যরা ধীরে ধীরে আসতে শুরু করেছে, আগামি কাল তা দেখতে পারবেন। 

এ দিকে মাওলানা সাদ কান্ধলবী পন্থিরা ইজতেমার আয়োজন করলে অপর একটি গ্রুপ জেলা ইজতেমা ঠেকাতে ঠাকুরগাঁও জেলা ওলামায়ে কেরাম, তাবলীগের সাথী ও সর্বস্তরের তাওহীদির ব্যানারে গত মঙ্গলবার মানববন্ধন করেছে জুবায়ের পন্থিরা। পুলিশ প্রশাসন ইজতেমা সফল করতে নিরাপত্তা জোরদার করেছেন। 

এ নিয়ে জেলা পুলিশ সুপার মনিরুজ্জামান (পিপিএম সেবা) পুলিশ কে কঠোর নির্দেশনা দিয়েছেন। স্থানীয় সংবাদ কর্মীদের প্রেস ব্রিফিং করে আন্দোলনকারী জুবায়ের পন্থিদের সাথে পৃথক বৈঠক করেছেন।

এবিএন/মো. মোবারক আলী/গালিব/জসিম
         

এই বিভাগের আরো সংবাদ