আজকের শিরোনাম :

কিশোরগঞ্জে পৃথক ঘটনায় নারীসহ চারজন খুন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০১৯, ১৩:২১

কিশোরগঞ্জে চার উপজেলায় পৃথক ঘটনায় নারীসহ চারজন খুন হয়েছেন। 

তারা হলেন পাকুন্দিয়ার কৃষক মকবুল হোসেন, মিঠামইনে কৃষক শাহজাহান মিয়া, করিমগঞ্জে মোদি ব্যবসায়ী সুলাল মিয়া ও সদরে গৃহবধূ হালিমা খাতুন। এসব ঘটনায় মোট আটজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে গতকাল বুধবার সকালে জমিজমা নিয়ে বিরোধের জেরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছোট ভাই মতিউর রহমানের ছুরিকাঘাতে বড় ভাই মকবুল হোসেন খুন হয়েছেন। এ ঘটনায় মতি মিয়াকে আটক করেছে পুলিশ। নিহত মকবুল হোসেন চরটেকি গ্রামের হারুন মিয়ার ছেলে।

অপরদিকে কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আইয়ুব আলীর লোকজন প্রতিপক্ষের কৃষক শাহজাহানকে বল্লম দিয়ে আঘাত করে খুন করেছে। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছে। নিহত শাহজাহান ঘাঘড়া ইউনিয়নের ভরানয়াহাটি গ্রামের মৃত কাশেম আলী ওরফে ধন মিয়ার ছেলে।

এ ছাড়া দুপুরে পারিবারিক কলহের জেরে কিশোরগঞ্জ সদরে জামাতার ছুরিকাঘাতে শাশুড়ি হালিমা খাতুন খুন হয়েছেন। নিহত হালিমা খাতুন উপজেলার দানাপাটুলি গ্রামের ছায়েম উদ্দিনের স্ত্রী। এ ঘটনায় ঘাতক জামাতা হাবিবুল ইসলাম রনিকে আটক করেছে পুলিশ।

এ দিকে গতকাল বুধবার বিকেলে করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের সময় দেশীয় অস্ত্রের আঘাতে মোদি দোকানী সুলাল মিয়া খুন হয়েছেন। 

নিহত সুলাল মিয়া দক্ষিণ সুতারপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে। এ ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে।

এবিএন/নাজমুল ইসলাম/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ