কাউনিয়ায় অসামাজিক কাজের অপরাধে নারীসহ কারাদন্ড ৫

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০১৯, ১৯:৪৪

রংপুরের কাউনিয়ায় অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে পতিতা দালাল, দেহ ব্যবসায়ী, দুই খদ্দের ও বাড়ীর মালিকসহ পাঁচজনকেই ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড অনাদায়ে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোছা: উলফৎ আরা বেগম এ কারাদন্ড অনাদায়ে জরিমানার রায় দেন। এসময় উপস্থিত ছিলেন, কাউনিয়া থানার ওসি (তদন্ত) মো: সেলিমুল রহমান সেলিম সহ একদল পুলিশ।

দন্ডাদেশ প্রাপ্তরা হলো- লালমনিরহাট পাটগ্রামের রসুলগঞ্জ গ্রামের মৃত মজিবর রহমানের কন্যা পারভিন আকতার (৩২), কাউনিয়ার ব্রেইলীব্রিজ এলাকার পতিতা দালাল গফ্ফারের স্ত্রী মমতাজ বেগম (৩০), একই এলাকার বাড়ীর মালিক তোফাজ্জলের ছেলে জব্বার হোসেন (৩৫), হাসনাত গ্রামের নুর জামালের ছেলে খদ্দের লিমন মিয়া (২২) ও মধুরাম গ্রামের আশরাফের ছেলে খদ্দের মিলন মিয়া (৩৫)।

ভ্রাম্যমাণ আদালতের ব্রেঞ্চ সহকারী ফারুক হাসান জানান, উপজেলার কুর্শা ইউনিয়নের ব্রেইলীব্রিজ এলাকায় জব্বারের বাড়ীতে পতিতা দালাল মমতাজের মাধ্যমে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজ চলে আসছিল। মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে ওই বাড়ীতে অসামাজিক কাজে লিপ্ত থাকার সময় দন্ডপ্রাপ্ত পাঁচজনকেই এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করে। পরে থানা পুলিশরাতেই আটককৃত সবাইকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।

আদালতে আটককৃতরা সবাই তাদের অপরাধ স্বীকার করলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেককেই ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড অনাদায়ে পতিতা নারী দালাল ও বাড়ীর মালিক প্রত্যেকের ২৫ হাজার এবং এক দেহ ব্যবসায়ী ও দুই খদ্দেরের প্রত্যেকের ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। পরে রাতেই অপরাধীরা জরিমানা পরিশোধ করলে তাদেরকে ছেড়ে দেয়া হয়।

তথ্যের সত্যতা নিশ্চিত করে ইউএনও মোছা: উলফৎ আরা বেগম জানান, দন্ডবিধি ১৮৬০ এর ২৯৪ ধারায় অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে অপরাধীদেরকে কারাদন্ড অনাদায়ে জরিমানা করা হয়েছে।
 

এবিএন/মিজানুর রহমান/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ