আজকের শিরোনাম :

কাপাসিয়ায় ৩০০ কেজি পোনা মাছ অবমুক্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০১৯, ১৮:৫৬

উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে উপজেলার বিভিন্ন পুকুর ও জলাশয়ে ৩২২.৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। গতকাল (২০ আগস্ট) মঙ্গলবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার আটটি স্থানে রুই, মৃগেল, কতলা, কালবাউস, গুনিয়া মাছের পোনা ছাড়া হয়। কাপাসিয়ার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।

উপজেলা পরিষদ পুকুরে ৩২.৫ কেজি, কাপাসিয় া ডিগ্রি কলেজ পুকুরে ৪০ কেজি, দেওনা আশ্রয়ণ পুকুরে ৩০ কেজি, লোহাদী উচ্চ বিদ্যালয়ের পুকুরে ৩০ কেজি, বনফুল আদর্শ গ্রাম পুকুরে ৪০ কেজি, ডুলি বিলে ৪০ কেজি, জামরি বিল ৫০ কেজি, ঘোরসাব জলমহালে ৬০ কেজি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জিয়া হায়দার চৈৗধুরী, উপজেল া মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা সম্প্রসারন কর্মকর্তা ও ক্ষেত্র সহকারী প্রমুখ।
 

এবিএন/নূরুল আমীন সিকদার/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ