আজকের শিরোনাম :

কাপাসিয়ার নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০১৯, ১৭:৩৮

গাজীপুরের জেলা প্রশাসক এস. এম. তরিকুল ইসলাম কাপাসিয়া উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা করেছেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সুশীল সমাজ, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান  অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কাপাসিয়া বাংলাদেশের একটি অন্যতম উপজেলা। এখানে জন্ম হয়েছে তাজউদ্দীন আহমদের মত একজন নেতার। দেশে ২৬ হাজার কোটি টাকার ২টি প্রকল্পের কাজ শুরু হয়েছে। কাজ শেষ হলে বিদ্যুৎ সমস্যা কমবে।

এ সরকার ক্ষমতায় আসার পর সমুদ্রের নিচে দুইশত নটিকেল মাইল জায়গা আমরা পেয়েছি। বাংলাদেশের স্যাটেলাইট এখন মহাকাশে বিচরণ করছে। পদ্মা সেতু অর্থনীতির জন্য একটি বিপ্লব। ২০৪১ সালের মধ্যে উন্ন জাতি হিসেবে সাড়া বিশ্বের কাছে আমরা মাতা তুলে দাঁড়াব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ইসমত আরার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আমানত হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, সাবেক ভাইস চেয়াম্যান রেজাউর রহমান লষ্কর মিঠু, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজহারুল ইসলাম সেলিম,

সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশিদ মোল্লা, অধ্যক্ষ তাজউদ্দীন, সাংবাদিক নূরুল আমীন সিকদার, ছাত্রনেতা মাহমুদুল হাসান মামুন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা গোলাম মোরশেদ মৃধা, নির্বাচন কর্মকর্তা মুহম্মদ হুমায়ন কবীর।

সভা শেষে জেলা প্রশাসক গাছের চারা রোপন, উপজেলা কমপ্লেক্স মসজিদের ওজুখানা উদে¦াধন, কাপাসিয়া থানা ও উপজেলা স্বাস্থ কমপ্লেক্স পরিদর্শন করে। এছড়াও তাজউদ্দীন আহমদ মুক্তিযোদ্ধা চত্তরের স্মৃতি ভাষ্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।


এবিএন/নুরুল আমীন সিকদার/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ