আজকের শিরোনাম :

বান্দরবানে লিডারশীপ উন্নয়নে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০১৯, ১৭:০৫

ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম প্রকল্পের আওতায় বান্দরবান সদর উপজেলায় ৬টি সিআইজি কৃষক (ফসল) সমবায় সমিতির কার্যকরী কমিটির ৬০ জন সদস্যদের নিয়ে সিআইজি ব্যবস্থাপনা ও লিডারশীপ উন্নয়ন বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার (২০ আগস্ট) সকালে বান্দরবান সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কাযালয়ের প্রশিক্ষণ রুমে এই কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

এ সময় প্রশিক্ষণে কৃষকদের মধ্যে নেতৃত্বের গুনাবলী সৃষ্টি, দক্ষ কৃষক নেতা তৈরী, নেতার ভূমিকা, এলাকার কৃষিভিত্তিক উন্নয়ন কর্ম পরিকল্পনা, উৎপাদনশীলতা বৃদ্ধি, বাজার সংযোগ, আর্থিক ব্যবস্থার উন্নয়ন ও সিআইজি কৃষক সমবায় সমিতির পরিচালনার জন্য দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির উপর ব্যাপক প্রশিক্ষণ দেয়া হয়। 
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তেরর উপ-পরিচালক  ড. একে এম নাজমুল হক, সদর উপজেলা কৃষি কমকতা কৃষিবিদ মো. ওমর ফারুকসহ কৃষি বিভাগের কমকতা ও কমচারীরা। 

এবিএন/মোহাম্মদ আব্দুর রহিম/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ