আজকের শিরোনাম :

দুর্গাপুরে ডেঙ্গু জ্বরে একজনের মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০১৯, ১৫:৫৫

নেত্রকোনার দুর্গাপুর সদর ইউনিয়নের মধ্যমবাগান এলাকার প্রাইভেটকার চালক সেলিম (৩৬) ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

পরিবার সুত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরে ঢাকার বসুন্ধরা এলাকায় একটি বেসরকারী সংস্থায় গাড়ী চালক হিসেবে কাজ করতো সেলিম। ঈদের কয়েকদিন আগে ঢাকাতে শরীরে জ¦র অনুভব হলে ঔষধ সেবন করে ৮ আগস্ট ঈদের ছুটিতে গ্রামের বাড়ী দুর্গাপুর চলে আসেন।

এখানে আসার পর শরীরের অবস্থা খারাপ হতে থাকলে ঈদের দিন দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ১৩ আগস্ট ময়মনসিংহের একটি বেসরকারী হাসপাতালে রক্ত পরীক্ষা করালে ডেঙ্গু সনাক্ত হয়। ওই দিনই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা শুরু হয় সেলিমের।

গতকাল সোমবার শরীরের অবস্থা অবনতি দেখা দিলে আইসিইউতে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তিতে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। সেলিম মধ্যমবাগান এলাকার আব্দুর রাজ্জাকের কনিষ্ট পুত্র। সোমবার রাতে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে স্ত্রী, ৩ সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।


এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ