আজকের শিরোনাম :

পার্বতীপুরে ৩১ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০১৯, ১১:৪০

দিনাজপুরের পার্বতীপুরে ধর্ম ও ভূমি মন্ত্রণালয়ের অধীনে ৩১ কোটি ২৮ লাখ ৪শত টাকা ব্যয়ে দুটি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। 

এরমধ্যে রয়েছে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাস্কৃতিক কেন্দ্র এবং উপজেলা ভূমি অফিসের নতুন ভবন নির্মাণ কাজ। ধর্ম মন্ত্রণালয় কর্তৃক উপজেলা ভিত্তিক ৩ তলা ফাউন্ডেশনে ৩ তলা মডেল মসজিদ নির্মাণের ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৪৬ লাখ ৫৪ হাজার টাকা এবং ভূমি মন্ত্রণালয় কর্তৃক ৪ তলা ফাউন্ডেশন ২ তলা ভবন নির্মাণে ১ কোটি ৮৮ লাখ ১৫ হাজার টাকা।

গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে পৃথক এ দুটি কাজের উদ্বোধন করেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাড মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান হফিজুল ইসলাম প্রামানিক, গণপূর্ত বিভাগ দিনাজপুর এর নির্বাহী প্রকৌশলী আবু জাফর সিদ্দিকসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এবিএন/এম এ জলিল সরকার/গালিব/জসিম


 

এই বিভাগের আরো সংবাদ