আজকের শিরোনাম :

ফিটনেস বিহীন গাড়ীর জন্য যানজটের সৃষ্টি হতে পারে: পুলিশ মহাপরিদর্শক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০১৮, ১৭:২৮

গাজীপুর, ১৩ জুন, এবিনিউজ : ফিটনেস বিহীন যানবাহনের কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হতে পারে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারী। তিনি বলেন, ফিটনেসবিহীন যানবাহনের কারণে যাতে যানজটের সৃষ্টি হতে না পারে তার জন্য পরিবহন বিভাগের সংশ্লিষ্টদের সাথে কথা এসব গাড়ী নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে।

তিনি আজ বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রায় ঈদ যাত্রা নির্বিঘœ করার লক্ষে পুলিশ কন্ট্রোলরোম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।  

তিনি বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং তাদের সার্বিক নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে সমন্বিত উদ্যোগ নেয়া হয়েছে।  ভিন্ন জায়গায় কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে যাতে অপর সংস্থার সঙ্গে আমরা সমন্বয় করতে পারি। এর বাইরে আমাদের ওয়াচ টাওয়ার আছে, চেকপোস্ট আছে- সব কিছু মিলিয়ে আমাদের যে ব্যবস্থা তাতে মানুষ নির্বিঘ্নে তাদের গ্রামে ফিরতে পারবে।

এছাড়া জাবেদ পাটোয়ারী বিভিন্ন যানবাহনে অতিরিক্ত ভাড়া বিষয়ে বলেন, এধরণের অভিযোগে পেলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। এবিষয়ে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

এবিএন/আলমগীর হোসেন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ