আজকের শিরোনাম :

সিরাজগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ৪ স্কুল ছাত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০১৯, ১৭:৪৮

সিরাজগঞ্জে একই দিনে ৪ স্কুল ছাত্রীকে বাল্যবিয়ে থেকে রক্ষা করলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধায় সিরাজগঞ্জ সদর উপজেলার তেলকুপি গ্রামের ৮ম শ্রেণীর ছাত্রী সুমি খাতুন (১৩) ও পৌর এলাকার হোসেনপুর মহল্লার ৯ম শ্রেণীর ছাত্রী সুবর্ণা খাতুন (১৪),

রাতে একই এলাকার শ্যামপুর গ্রামে ৮ম শ্রেনীর ছাত্রী মাসুদা খাতুন (১৩), কৃঞ্চজীবনপুর গ্রামের ১০ম শ্রেণীর ছাত্রী মুক্তির (১৬) বাল্যবিয়ে বন্ধ করেন ভ্রাম্যমান আদালত। রাতেই ভ্রাম্যমান আদালত বসিয়ে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রত্যেক কনের বাবার কাছ থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে মুচলেকাও নেয়া হয়।


এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ