আজকের শিরোনাম :

ফরিদপুর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত কলেজছাত্রের মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০১৯, ১২:৪৯ | আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ১৪:৩৮

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সুমন বাসার রাজু নামের এক কলেজছাত্র ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। 

আজ শনিবার সকাল পোনে ১০টার দিকে মারা যান সে।

সুমন মাগুড়া জেলার চাদপুর গ্রামের কৃষক মিজানুর রহমানের ছেলে। সে মাগুড়া সত্যজিৎ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।

সুমনের বাবা মিজানুর রহমান জানান, গত ৭ তারিখের সুমন অসুস্থ হলে মাগুড়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে ১২ আগস্ট ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে সে মারা যায়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতারের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান বলেন, সুমন পৌনে ১০টায় মারা যায়। এখন ৩৩১ জন ভর্তি আছে। আমরা সাধ্যমতো চেষ্ট করছি রোগীদের সেবা দিতে।

ফরিদপুরের সিভির সার্জন ডা. এনামুল হক জানান, গত ২৪ ঘন্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতারে ৭৪ জন রোগী ভর্তি হয়েছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৩৯৬ জন, চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন ৫৭০ জন, রেফার্ড করা হয়েছে ১৩০ জন। ২০ জুলাই থেকে আজ পর্যন্ত ভর্তি হয়েছে ১১০০ জন। এ পর্যন্ত মারা গেছে মো ৪ জন।

এবিএন/কে এম রুবেল/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ