আজকের শিরোনাম :

বাউফলে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০১৯, ১৯:৫৩

পটুয়াখালীর বাউফলে“জয়ের পথে অবিরাম চলা” এই শ্লোগানকে সামনে রেখে উপজেলার কালিশুরী এসএ ইনষ্টিটিউশনে আজ শুক্রবার দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও রোগীদের মধ্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

স্থানীয় স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবক সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়। ওই চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন কালিশুরী ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও কালিশুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ নেছার উদ্দিন শিকদার।

ঢাকার শহিদ আবদুল কাদের কল্যান ট্রাস্টের চিকিৎসক আসাদুজ্জামানের নেতৃত্বে মেডিসিন, হৃদরোগ, গাইনি, শিশু, দন্ত ও চক্ষু বিশেষজ্ঞ ছয় চিকিৎসক দিনব্যাপী বিনামূল্যের ওই চিকিৎসাসেবা দেন। পাঁচ সহস্্রাধিক নারী, পুরুষ ও শিশুদের চিকিৎসা দেওয়া হয়।

সংগঠনটির সভাপতি মো. নাসির উদ্দিন বলেন,‘আমরা ২১ বন্ধু আমাদের সামর্থ্য অনুযায়ি দরিদ্র মানুষের সহায়তা দিচ্ছি। আশা করি আমাদের এই ধারা আমরন অব্যাহত থাকবে।’ তিনি আরও বলেন, সমাজের বিত্তশালী ব্যক্তিরা তাঁদেরকে সহযোগিতা করলে আরও বেশি দরিদ্র মানুষকে সহায়তা দেওয়া যেত।
 

এবিএন/দেলোয়ার হোসেন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ