আজকের শিরোনাম :

ময়মনসিংহে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০১৯, ১৩:০১

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রামগোপালপুর এলাকার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রফিকুল ইসলাম জীবন (৪৬), স্ত্রী নাজমুন নাহার শাহিন, ছেলে নাদিম (২০), মেয়ে রন আক্তার (১৫)। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের সুসং দুর্গাপুরে। গুরুতর আহত প্রাইভেটকার চালক ও এক শিশুকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহত জীবনের ভাতিজা আনিসুজ্জামান জানান, তার চাচা পরিবার নিয়ে ঈশ্বরগঞ্জের কানারামপুর গ্রামে শ্বশুরবাড়িতে ঈদ করতে এসেছিলেন। আজ (১৫ আগস্ট) তারা ময়মনসিংহে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। নিহত রফিকুল ইসলাম জীবন ব্যবসায়ী। নরসিংদীতে ‘বাংলা টেক্স’ নামে তার একটি টেক্সটাইল মিল আছে।

গৌরীপুর থানার ওসি কামরুল ইসলাম মিয়া ওসি জানান, গৌরীপুরের রামগোপালপুর এলাকায় কিশোরগঞ্জগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নাজমুন নাহার শাহিন নিহত হন। আহত ৬ জনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দুজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, বাস চালককে আটক করা যায়নি। তবে দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেটকার ও বাসটি জব্দ করা হয়েছে।  

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ