আজকের শিরোনাম :

দুর্গাপুরে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০১৯, ১০:৪৮ | আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ১২:২৮

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানমের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে শেফালী বেগম নামের এক স্কুল ছাত্রী।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের রতন মিয়ার স্কুল পড়ুয়া মেয়ে শেফালী বেগমকে বিয়ে দিবে এমন সংবাদ পেয়ে ইউএনও ফারজানা খানম ও দুর্গাপুর থানা পুলিশ এর সহায়তায় খরস গ্রামে ওই বিয়ে ভেঙ্গে দেয়া হয়। 

এ সময় স্থানীয় কাউন্সিলর মো. মানিক মিয়া, স্কুল শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরবর্তীতে স্থানীয়দের সাথে কথা বলে ১৮ বছরের পূর্বে বিয়ে না দেয়ার শর্থে শেফালীর বাবার মুচালেকা দেয়ার প্রেক্ষিতে কাউন্সিলর মো. মানিক মিয়া মিয়ার কাছে শেফালীকে জিম্মায় রাখা হয়। শেফালী ওই এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী।

এবিএন/তোবারক হোসেন খোকন/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ