আজকের শিরোনাম :

উলিপুরে জাতীয় শোক দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০১৯, ১৮:১৯

কুড়িগ্রামের উলিপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। 

বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচির মধ্যে ছিল, সূর্য্যদেয়ের সাথে সাথে সরকারি, আধা সরকারি স্বায়ত্তশাসিত  প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, র‌্যালী, আলোচনা সভা, জাতীয় শোক দিবসের সাথে সংগতিপূর্ন কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কন এবং হামদ-নাত প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও উপজেলার মসজিদ, মন্দির, গীর্জা ও ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া মাহফিল। 

পরে গোবিন্দ জীঁউ মন্দির চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর অঞ্চল আল মাহমুদ হাসান। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সরদার, থানা অফিসার ইনচার্জ মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ-ই-হাবিব মোফা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ হাড়ি, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাধ পান্ডে গবা, আওয়ামী লীগ নেতা অধ্যাক্ষ আহসান হাবিব রানা প্রমূখ। 

এবিএন/আব্দুল মালেক/জসিম/নির্মল

এই বিভাগের আরো সংবাদ