আজকের শিরোনাম :

পাইকগাছায় জাতীয় শোক দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০১৯, ১৮:০৭

নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনার পাইকগাছায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা ও পৌর আওয়ামীলীগের যৌথ উদ্যোগে সকালে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পাতাকা উত্তোলন করা হয়। 

বেলা ১০ টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে একটি শোক র‌্যালি সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর মুরল্যে পুষ্পমাল্য অর্পন করে। পরে দলীয় কার্যালয়ে পৌর আ’লীগের আহবায়ক শেখ কামরুল হাসান টিপু এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আ’লীগের জাতীয় কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ্ব এড. শেখ মোঃ নূরুল হক। সম্মানিত অতিথি ছিলেন সাবেক এমপি ও জেলা আ’লীগের সহ-সভাপতি এড. সোহরাব আলী সানা, পাইকগাছা-কয়রার সংসদ সদস্য ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু। 

উপজেলা আ’লীগের সদস্য সচিব মোঃ রশীদুজ্জামান মোড়ল এর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের আহবায়ক কমিটির সদস্য আনোয়ার ইকবাল মন্টু, শেখ মনিরুল ইসলাম, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, বিজন বিহারী সরকার, আরশাদ আলী বিশ্বাস, জি এম ইকরামুল ইসলাম, এসএম রেজাউল হক, প্রভাষক ময়নুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাবউদ্দীন ফিরোজ বুলু, আ’লীগ নেতা সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, পৌর আ’লীগের সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডল, রাড়–লীর আহবায়ক শংকর কুমার দেবনাথ, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, জেলা যুবলীগ নেতা জসিম উদ্দীন বাবু ও শামীম হোসেন, কৃষকলীগের উপজেলা আহবায়ক এড. শেখ আঃ রশীদ, শ্রমিকলীগের আহবায়ক শেখ শাহাজান কবির, যুবলীগের আহবায়ক শেখ আনিছুর রহমান মুক্ত, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, যুবনেতা এম এম আজিজুল হাকিম, গৌরাঙ্গ মন্ডল, কে ডি বাবু, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, শেখ আবুল কালাম আজাদ, আকরামুল ইসলাম, আঃ গপ্ফার মোড়ল, কবির হোসেন, প্রভাষক এস রোহতাব হোসেন, কবির হোসেন, বান্টি, জেলা ছাত্রলীগ নেতা মৃনাল কান্তি বাছাড় ও পার্থ প্রতিম, উপজেলা ছাত্রলীগ সভাপতি এস এম মসিয়ার রহমান, মফিজুল ইসলাম, শেখ জামাল, পৌর ছাত্রলীগের সম্পাদক রায়হান পারভেজ রনি, নাফিজ আল জুবায়ের, যুবনেতা জাকির হোসেন।  

অপরদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসুচিত পালিত হয়েছে। সকাল ৯ টায় পরিষদ চত্ত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর মুরল্যে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্প মাল্য অর্পন করা হয়। পরে একটি শোক র‌্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহাকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান আসাদ, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরন মন্ডল, অধ্যক্ষ রবিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, ওসি মোঃ এমদাদুল হক শেখ, উপজেলা আ’লীগ নেতা আনোয়ার ইকবাল মন্টু, মুক্তিযোদ্ধা রণজিত কুমার সরকার, সাবেক অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, কৃষিকর্মকর্তা কৃষিবিদ এইচ এম জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জয়া রানী রায়, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও আব্দুল আজিজ, সাধারন সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, কোষাধ্যক্ষ এস এম বাবুল আক্তার, কৃষকলীগ নেতা নিরঞ্জন, শিক্ষার্থী সুষময় ঘোষ, নয়ন মনি, সুমাইয়া ইসলাম। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরুস্কার ও যুব ঋণের ১২ লক্ষ ৯০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। 

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক ময়নুল ইসলাম। অপরদিকে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি এড. এফএমএ রাজ্জাক এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এম মোসলেম উদ্দীনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর, কোষাধ্যক্ষ এস এম বাবুল আক্তার, দপ্তর সম্পাদক ¯েœহেন্দু বিকাশ, বি সরকার, প্রমথ সানা, ইমদাদুল হক, পূর্ণ চন্দ্র মন্ডল।  

এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/জসিম/নির্মল

এই বিভাগের আরো সংবাদ