আজকের শিরোনাম :

ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক গত ২ বছরে ১০ কোটি ৮৪ লক্ষ ৩৭ হাজার টাকার মাদকসহ বিভিন্ন পণ্য আটক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০১৯, ১২:২৫

ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় গত ৭ মাসে চোরাচালান অভিযান চালিয়ে ৬ কোটি ৪৫ লক্ষ ৬০ হাজার ৭৫৭ টাকার মাদকসহ বিভিন্ন পণ্য আটক করেন। 

চোরাকারবারির সাথে জড়িত থাকায় ৪৬ জন চোরাকারবারির বিরুদ্ধে মামলা করেছেন বিজিবি। এর মধ্যে পলাতক রয়েছে ৯ জন। মোট ৫৫ জন আসামির বিরুদ্ধে ৪২টি মামলা দায়ের করেছেন। 

অপরদিকে গত জানুয়ারি হতে ডিসেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত বিজিবি ধারাবাহিকতায় সীমান্তে চোরাচালান অভিযান চালিয়ে ৪ কোটি ৩৮ লক্ষ ৭৬ হাজার ৯১৬ টাকার মাদকসহ বিভিন্ন পণ্য আটক করেন। চোরাকারবারির সাথে জড়িত থাকায় ৪৩ জনকে আটক করেন। এরমধ্যে পলাতক রয়েছে ২ জন। মোট ৭৫ জন আসামির বিরুদ্ধে ৩৯টি মামলা দায়ের করেছেন। 

ফুলবাড়ী ২৯ বিজিবির আওতায় ৭৮.৫ কিলোমিটার সীমান্তের মধ্যে ১৬টি বিওপি, ২টি বিশেষ ক্যাম্পসহ মোট ১৮টি বিওপি রয়েছে। ঐ এলাকায় বিশেষ টহল দল গত ২ বছর অভিযান চালিয়ে মোট ১০ কোটি ৮৪ লক্ষ ৩৭ হাজার ৬৭২ টাকার বিভিন্ন পণ্য আটক করেন। 

ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. শরীফ উল্লাহ আবেদ, (এসজিপি) ব্যাটালিয়নের দায়িত্বভার গ্রহণ করার পর দিনরাত অক্লান্ত পরিশ্রম ও কঠোর হস্তে সীমান্তে চোরাচালান প্রতিরোধে অগ্রাণী ভূমিকা রেখে আসছেন। 

এ বিষয়ে ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. শরীফ উল্লাহ আবেদ, (এসজিপি) সাথে কথা বললে তিনি জানান নিয়মিতভাবে চোরাচালান, মাদক, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, নারী, শিশু এবং মানবপাচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভার সমাবেশ করে এলাকার জনসাধারণকে প্রেরণা প্রাণ অব্যাহত রেখেছি। 

তিনি আরো জানান প্রতিবেশী সীমান্তরক্ষী বাহিনীর সাথে সুসম্পর্কের ফলে সীমান্তে বসবাসকারী জনসাধারণ নিরাপদে দিন আতিবাহিত করছে। সীমান্তে নেই কোন নাগরিক নিহত/আহত, নেই কোন বড় ধরণের দুর্ঘটনা, আন্তঃ সীমান্ত অপরাধ এবং বৈধ অনুপ্রবেশ প্রায় বন্ধ হয়ে গেছে। যারা অতি গোপনে সীমান্ত অতিক্রম করছে এর মধ্যে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। সীমান্ত থাকলে এমন ছোটখাটো ঘটনা ঘটবেই। 

এবিএন/মো. আফজাল হোসেন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ