আজকের শিরোনাম :

পটিয়ায় কেডিএস চেয়ারম্যান এর ঈদ বস্ত্র বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০১৮, ১৪:২৭

চট্টগ্রাম, ১৩ জুন, এবিনিউজ : দেশের দারিদ্রতার হার রোধ করা সরকারের একার পক্ষে সম্ভব নয় জানিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার এর সভাপতি ও কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান বলেছেন সমাজের বিত্তশালীরা এগিয়ে আসলেই দারিদ্রমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে। 

আজ বুধবার সকালে কেডিএস গ্রুপের উদ্যোগে চট্টগ্রামের পটিয়ার সাইদার ইউনিয়নে নিজ বাড়িতে প্রায় ত্রিশ হাজার দরিদ্র এবং দু:স্থ নারী পুরুষদের মাঝে নগদ টাকা ও ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। 

এসময় তিনি বলেন প্রত্যেক বিত্তশালীকে সামাজিক দায়বদ্ধতার প্রতি গুরুত্ব দেয়া উচিত বলে মন্তব্য করেন। এছাড়া সামাজিক দায়বদ্ধতা থাকলে নিজের উন্নয়নের পাশাপাশি দেশের দরিদ্র ও দু:স্থ মানুষের ভাগ্য উন্নয়ন করার মধ্য দেশের উন্নয়ন করা সম্ভব হবে বলেও মনে করেন চট্টগ্রামের ধর্ণাঢ্য ব্যবসায়ি খলিলুর রহমান। 

কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রতিবছরের মতো এবারো সুশৃংখলভাবে ৬টি ইউনিয়নের দরিদ্র ও দু:স্থদের মাঝে নগদ টাকা ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন আল আরাফাহ ব্যাংকের পরিচালক আহমদ উল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/নির্ঝর

এই বিভাগের আরো সংবাদ