আজকের শিরোনাম :

ঈদ জামাতে টাকা কম দেয়া নিয়ে সংঘর্ষে নিহত ১

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০১৯, ১৩:১৪

গতকাল সোমবার বিকেলে মেহেরপুরের গাংনীতে ঈদ জামাতে কম দেয়া নিয়ে সাহারবাটি বাঙাল পাড়া এলাকায় দু’পক্ষের সংঘর্ষে আলেক হোসেন (৪৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আলেক হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের দবির উদ্দিনের ছেলে। আলেক হোসেনকে ঢাকায় নেয়ার পথে মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সাহারবাটি বাঙাল পাড়ায় ঈদের জামাতে নামাজ আদায় করেন স্থানীয় লোকজন।
জামাতের খরচ জোগানোর জন্য মুসল্লিদের কাছ থেকে টাকা তোলা হয়। এতে আলেক হোসেনের মামা মনিরুল ইসলামও ২০ টাকা দেন। কম টাকা দেয়ায় বিষয়টি নিয়ে সোমবার বিকেলে স্থানীয় একটি চায়ের দোকানে আড্ডায় মেতে ওঠেন স্থানীয় লোকজন। এই আড্ডার এক পর্যায়ে মনিরুল ইসলামকে অপমান করেন একই পাড়ার রুহুল আমিন।

এই নিয়ে মনিরুল ও রুহুল আমিনের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় মনিরুলের ভাগ্নে আলেক হোসেন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল নেয়া হলে চিকিৎসারা কুষ্টিয়া মেডিকেলে রেফার্ড করেন। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ঢাকা নেয়ার পথে মঙ্গলবার ভোরে সাভারে তার মৃত্যু হয়।

এবিএন/নির্মল/জসিম/এনকে

এই বিভাগের আরো সংবাদ