আজকের শিরোনাম :

পলাশবাড়ীতে শিক্ষার্থীদের অংশগ্রহণে সেমিনার অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০১৯, ১১:৩৮

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ২০১৯-২০ সেশনে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, প্রকৌশলী, বিজ্ঞান ও প্রযুক্তি এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের অংশগ্রহণে দিক-নির্দেশনামূলক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

১১ আগষ্ট (সোমবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশবাড়ী উপজেলা ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে পলাশবাড়ী সরকারি কলেজের হলরুমে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। 

পলাশবাড়ী উপজেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি একরামুল মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (সি-সার্কেল) মো. আসাদুজ্জামান, এশিয়ান ইউনিভার্সিটির শিক্ষক ডা. মাহবুবুল আলম, প্রফেসর মশিউর রহমান, শিশু কানন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক রুহুল আমিন, সমিতির সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ হিমেল, গাইবান্ধা সদর আসনের হুইপের পিও মহিবুল হাসান মুকিত, ইসলামি ফাউন্ডেশনের মশিউর রহমান ও মিজানুর রহমান প্রমুখ। 

সেমিনারে উপজেলার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, প্রকৌশলী, বিজ্ঞান ও প্রযুক্তি এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রায় ২শ’ ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 

 

এবিএন/আরিফ উদ্দিন/জসিম/বিদ্যুৎ
 

এই বিভাগের আরো সংবাদ