আজকের শিরোনাম :

পাটুরিয়া ঘাটে পরিস্থিতির উন্নতি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০১৯, ১২:৪৭

আজ রবিবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে ঘাটে কোনো ধরনের গাড়ি ফেরিপারের অপেক্ষায় থাকতে দেখা যায়নি। তবে, বেলা বাড়ার সাথে সাথে কিছু গাড়ি আসতে শুরু করেছে। পাটুরিয়া ঘাটে পরিস্থিতির উন্নতি হয়েছে। গত দুদিন ধরে চলমান অচলাবস্থা কেটে গেছে। 

এদিকে ঢাকা-আরিচা মহাসড়কেও যানবাহনের চাপ কমে গেছে। পাটুরিয়া ঘাট পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা সার্জেন্ট সেলিম রানা আরটিভি অনলাইনকে জানান, বাস, মাইক্রোবাস, প্রাইভেটকারের সংখ্যা কম থাকায় গত কয়েকদিন ধরে আটকে থাকা পণ্যবাহী ট্রাক পার করা হচ্ছে। 

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) জিল্লুর রহমান বলেন, ২০টি ফেরির মধ্যে ১৮টি চালু আছে। দুটি ফেরি ভাসমান কারখানায় মেরামতে আছে। তবে ফেরি সার্ভিসে কোনো সমস্যা হচ্ছে না। বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের সহকারী পরিচালক (ট্র্যাফিক) ফরিদুল ইসলাম জানান, ৩৩ লঞ্চ চালু আছে। যাত্রীদের ভিড় আছে। তবে পারাপারে সমস্যা হচ্ছে না।

এবিএন/নির্মল/জসিম/এনকে

এই বিভাগের আরো সংবাদ