আজকের শিরোনাম :

কালীগঞ্জে কৃষকদের কৃষি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০১৯, ২১:২৮

“বৃষ্টির পানি, জৈব সার আর জৈব বালাইনাশকের ব্যবহার বাড়াই, পরিবেশ দুষণ রোধ করি, স্বাস্থ্য ঝুঁকি কমাই” এ শ্লোগান কে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে ৫০ জন কৃষককে কৃষি বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে।  
আজ বৃহস্পতিবার সকালে ২ দিন ব্যাপি অনুষ্ঠিত প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার।

প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির কক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার জাহিদুল করিম,  কালীগঞ্জ উপজেলা সহকারী কৃষি অফিসার মোঃ হুমায়ন কবির, কালীগঞ্জ উপজেলা কৃষি স¤প্রসারণ অফিসার আব্দুল্লাহ আল নোমান, ইউ পি চেয়ারম্যান রাজু আহমেদ রনি, সোনার বাংলা ফাউনন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস ও উপসহকারী কৃষি অফিসার মোঃ মতিয়ার রহমান।

উল্লেখ্য জে এফ জি ই এর ফান্ডে শেয়ার দ্য প্লানেট এ্যাসোসিয়েশন, জাপান এর সহযোগিতায় এবং সোনার বাংলা ফাউনন্ডেশনের বাস্তবায়নাধীন ‘পানি সাশ্রয়ী কার্যকরী কৃষি অনুশীলন প্রকল্পের’ আওতায় উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ২৫জন এবং নিয়ামতপুর ইউনিয়নের ২৫ জনসহ মোট ৫০ জন  কৃষক কৃষি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়কারী তোফায়েল আহমেদ।
 

এবিএন/যবনিকা/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ