আজকের শিরোনাম :

লামায় জীপ উল্টে ১১ জন আহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০১৯, ১১:৩৩

বান্দরবানের লামায় যাত্রীবাহী জীপ গাড়ি উল্টে ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৮ জনকে লামা সরকারি হাসপাতালে ও ৩ জনকে চকরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। 

গতকাল বুধবার ৭ আগষ্ট সকালে লামা-আলীকদম সড়কের শিলেরতুয়া এলাকায় যাত্রীবাহী জীপ গাড়ি আলীকদম যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন মনির আহাম্মদ, রবীন্দ্র লাল, মেনতন ম্রো, তিংলক ম্রো, রেজাউল করিম, সাহাব উদ্দিন, জাহেদুল ইসলাম ও মো. পারভেজ।

পুলিশ ও স্থানীয়রা জানান যাত্রীবাহী জীপটি চকরিয়া হতে আলীকদম যায়ার পথে গাড়িটির ড্রাইভার বেপরোয়া গতিতে জীপ চালাচ্ছিল। গাড়িটি পথে লামা পৌরসভার শিলেরতুয়া এলাকায় আসলে একটি টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বড় একটি গাছের সাথে ধাক্কা দিলে জীপটি রাস্তার উপরে উল্টে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দুর্ঘটনার খবরপেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দৈনিক অধিকারকে বলেন লামা-আলীকদম সড়কের শিলেরতুয়া এলাকায় যাত্রীবাহী একটি জীপ গাড়ি আলীকদম যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ১১ জন আহত হয়েছে। আহতদের লামা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এবিএন/মোহাম্মদ আব্দুর রহিম/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ