আজকের শিরোনাম :

জগন্নাথপুরে র‌্যাবের অভিযানের খবর পেয়ে বন্ধ হয়ে যায় ওষুধের দোকান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০১৯, ১০:২৪

জগন্নাথপুর পৌরশহরে গতকাল মঙ্গলবার বিকালে  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব- ৯ সুনামগঞ্জ দলের যৌথ অভিযানে নামলে মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায় পৌর শহরের জগন্নাথপুর বাজারের অনেক ঔষধের দোকান। গায়েব হয়ে যান ফার্মেসীর মালিক ও পরিচালকগণ।

শহরের মুক্তিযোদ্ধা মোড় এলাকায় অভিযানে নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)-৯ সুনামগঞ্জের একটি দল। অভিযানকালে তিনটি ওষুধের দোকানে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

এ খবর জগন্নাথপুর বাজারে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে বাজারের অর্ধশত ওষুধের দোকান বন্ধ হয়ে যায়। আতংক দেখা দেয় ফার্মেসীর মালিক আর পরিচালকগণদের মধ্যে। তবে অভিযান অংশ নেয়া দলটি জগন্নাথপুর ত্যাগ করার পর পরই বন্ধ থাকা ওষুধের প্রতিষ্ঠানগুলো আবার খুলতে দেখা গেছে।

এবিএন/রিয়াজ রহমান/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ