আজকের শিরোনাম :

দুর্গাপুরে রবীন্দ্র নাথ ঠাকুরের ৭৮তম প্রয়ান দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০১৯, ২২:৪৬

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা শিল্পকলা একাডেমী আয়োজিত বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুর এর ৭৮তম প্রয়ান দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে একাডেমী মিলনায়তনে একাডেমির সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন এর সঞ্চালনায় সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বীরেশ্বর চক্রবর্ত্তীর সভাপতিত্বে কবির জীবনাদর্শ শীর্ষক আলোচনায়  প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল্লাহ হক। অন্যদের মধ্যে আলোচনা করেন সাবেক প্রধান শিক্ষক নীলিমা রানী মজুমদার, সঙ্গীত শিক্ষক তপন দাস, মোঃ সুরুজ আলী, নৃত্য শিক্ষক অভ্র নকরেক প্রমুখ।  

আলোচকগণ উপস্থিত শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বলেন, তিনিই একমাত্র কবি, যিনি দুটি দেশের জাতীয় সংগীতের রচয়িতা, তাঁর সাহিত্যের আবেদন বিশ্বজনীন। রবীন্দ্র নাথের গান বাঙালির নিত্যদিনের জীবনচর্চায় মিশে আছে গভীরভাবে। সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রে রবীন্দ্র নাথের ছোঁয়া রয়েছে কাজেই রবীন্দ্র র্চ্চার কোন বিকল্প নাই। আলোচনা শেষে একাডেমীর শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ