আজকের শিরোনাম :

মানিকগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক ব্য‌ক্তির মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০১৯, ২১:০৫ | আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ২১:১২

মানিকগঞ্জ মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজু খান (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হ‌য়েছে। ‌নিহত রাজুর বা‌ড়ি জেলার হরিরামপুর উপজেলার চালা গ্রামে।

জানা গে‌ছে, গত ৩ আগস্ট রাজু খান জ্বর ও সার্জিক্যাল সমস্যা নিয়ে মানিকগঞ্জ মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরে সোমবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মাহাবুবুল হাসান ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।  রাজু খান সোমবার মারা গেলেও মানিকগঞ্জের সিভিল সার্জন আনোয়ারুল আমীন আকন্দ  মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর খবরটি নিশ্চিত করে।

মানিকগঞ্জ মুন্নু মেডিক্যাল হাসপাতালের কর্তব্যরত সিনিয়র নার্স নমিতা তজু জানায়, রাজু খান গত  ৩ আগস্ট জ্বর ও সার্জিক্যাল সমস্যা নিয়ে বেলা ১২টার দিকে ভর্তি হয়। পরের দিন রবিবার বিকাল ৪টার দিকে ওই রোগীর ডেঙ্গু পজেটিভ ধরা পরে। এরপর থেকে ওই রোগীর ডেঙ্গুর চিকিৎসা দেওয়া হচ্ছিল। সোমবার ভোর রাতে অবস্থার অবনতি ঘটলে ৫টার দিকে সে মারা যায়। আর মঙ্গলবার দুপুর পর্যন্ত ওই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১৭ রোগী ভর্তি আছে।

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. লুৎফর রহমান জানায়, মঙ্গলবার  দুপুর পর্যন্ত মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ৬৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, বর্তমা‌নে মা‌নিকগঞ্জ জেলায় সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ১১১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে।

এবিএন/‌মো: সো‌হেল রানা খান/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ