আজকের শিরোনাম :

বাউফলে কোরবানির ঈদকে ঘিরে কর্মব্যস্ত কামার পল্লী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০১৯, ১৫:২২

কয়েকদিন পরই পবিত্র ঈদুল আযাহা অর্থাৎ কোরবানির ঈদ। আর কোরবানির ঈদকে ঘিরে পটুয়াখালীর বাউফলে কামার পল্লীগুলো টুংটাং শব্দে মুখরিত হয়ে উঠেছে। কর্মব্যস্ত হয়ে পড়েছে কামাররা। পশুর মাংস কাটার নতুন সরঞ্জামদি তৈরি ও পুরাতন দা, ছুরি, বটি, চাপাতি শান দেয়ার ধুম পড়েছে। কোরবানীকে ঘিরে অনেকটা ব্যস্ত সময় পার করছে কামাররা।

সরেজমিনে ঘুরে দেখা যায় বাউফল পৌরশহরের সবগুলো কামারের দোকানে বিদ্যুৎচালিত শান মেশিনে ব্যবহার করে অল্প সময়ে অধিক কাজ করছেন কামাররা। পাশাপাশি আগুনের বাদির মাধ্যমে রোহা পেঠাচ্ছেন অন্য কর্মচারীরা।

এ ছাড়া পাড়া মহল্লায় মৌসুম ভিত্তিক কামাররা বেত (শানদেয়ার যন্ত্র) দিয়ে দা, বটিঁ, ছুরি, চাপাতি ও অন্যান্য সরঞ্জাম শাল দিচ্ছেন।

এবিএন/মো দেলোয়ার হোসেন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ