আজকের শিরোনাম :

করিমগঞ্জে ভিজিএফের ৪৪ বস্তা চাল আটক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০১৯, ২০:৩৬

কিশোরগঞ্জের করিমগঞ্জে ভিজিএফের ৪৪ বস্তা চাল আটক করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। পবিত্র ঈদ উপলক্ষে দরিদ্র ও অসহায়দের মাঝে এসব চাল বিতরণ করার কথা।

করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন সুলতানা জানান, আজ বৃহস্পতিবার সকালে নোয়াবাদ ইউনিয়ন পরিষদে পরিদর্শনে যান তিনি। এসময়  আশাপাশে ভিজিএফের চাল বিক্রির খবর পান তিনি। পরে অভিযান চালালে কারবারি ও বিক্রেতারা চালের বস্তা ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়।

এ সময় রাস্তায়, বিভিন্ন বাড়ির আঙিনা ও বাথরুমের পাশ থেকে ৪৪ বস্তা চাল উদ্ধার করা হয়। উদ্ধার করা চালের সবগুলো বস্তাই সরকারি বস্তা নয়, উল্লেখ করে তিনি জানান, কেউ কেউ হয়তো আগেই বিক্রি করে দিয়েছিল। দৌড়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। এ ব্যাপারে থানায় মামলা করা হবে বলেও উপজেলা নির্বাহী অফিসার জানান।
 

এবিএন/শাফায়েতুল ইসলাম/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ