জয়পুরহাটে সেপটিক ট্যাংকে নেমে ৬ শ্রমিকের মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০১৯, ১১:৩৭ | আপডেট : ৩১ জুলাই ২০১৯, ১২:৫৬

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জাফরপুর হিন্দুপাড়ায় একটি বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ৬ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৩ শ্রমিক।

আজ বুধবার (৩১ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে আক্কেলপুর উপজেলায় জাফরপুর গ্রামের নিখিল কুমারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের প্রীতম চন্দ্র, ভুট্টো চন্দ্র, পাশের গণিপুর গ্রামের শাহিন হোসেন, সজল ও মুকুল। আরেকজনের নাম জানা যায়নি।

আক্কেলপুর থানার ওসি কিরণ কুমার রায় বলেন, নিখিল কুমারের বাড়ির পুরনো একটি সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন কয়েকজন শ্রমিক। কিন্তু ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসে তারা অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। ওই সেপটিক ট্যাংক থেকে ৪ জনকে মৃত অবস্থায় উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। হাসপাতালে নেওয়া হলে আরও দুজনের মৃত্যু হয়।

অসুস্থ শ্রমিকদের মধ্যে দুজনকে নওগাঁ সদর হাসপাতাল এবং একজনকে আক্কেলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ