আজকের শিরোনাম :

কার্গো থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার, আটক চার বন্ধু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০১৯, ০৮:৫৯

শীতলক্ষ্যা নদীর নারায়ণগঞ্জের ৫ নম্বর ঘাট এলাকায় নোঙর করা একটি পণ্যবাহী কার্গো জাহাজের ভেতর থেকে রিতুল ঘোষ (১৪) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ছাত্র একদিন আগে নিখোঁজ হয়।

শনিবার দুপুরে ‘এমভি সজল-তন্ময়-২’ নামের একটি কার্গো থেকে ওই স্কুলছাত্রের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিহত রিতুল শহরের দেওভোগ আখড়া এলাকার দুলাল ঘোষের ছেলে। সে একই এলাকার বিদ্যানিকেতন স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল রিতুল।

এ ঘটনায় নিহত রিতুলের চার বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আটক সবাই একটি কারখানার শ্রমিক হিসেবে কাজ করত।

রিতুলের কাকা মানিক ঘোষের অভিযোগ, রিতুল তার চার বন্ধুর সঙ্গে ক্রিকেট খেলা শেষে শীতলক্ষ্যায় গোসল করতে যায়। ওর বন্ধুরাই ওকে খুন করে জাহাজের ভেতর ফেলে রেখেছিল, যেন লাশের খোঁজ না পাওয়া যায়।

এ প্রসঙ্গে গণমাধ্যমকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, পাঁচ বন্ধু মিলে শুক্রবার শীতলক্ষ্যায় গোসল করতে যায়। গোসল করার জন্য জাহাজের ওপর থেকে নদীতে ঝাঁপ দেয় তারা। একপর্যায়ে রিতুল নিখোঁজ হলে তার পরিবার পুলিশকে বিষয়টি জানায়। শনিবার দুপুরে ফায়ার সার্ভিসের কর্মীরা কার্গো জাহাজের ভেতর থেকে রিতুলের লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, সন্দেহভাজন হিসেবে রাতুলে চার বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ