আজকের শিরোনাম :

পলাশবাড়ীতে ড্রাগসহ গ্রেফতার ১

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০১৯, ১১:২৪

গাইবান্ধার পলাশবাড়ীর কোচস্ট্যান্ডে আকস্মিক এক অভিযানে ড্রাগ জাতীয় দেড় হাজার পিস বুপেনরফিন ইনজেকশনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা যায় বিশ্বে বুপেনরফিন ইনজেকশন মাদকবিরোধী অ্যান্টগনিস্ট কার্যকলাপ প্রদর্শন করে। মাউস লেজ ফ্লিক পরীক্ষায় ড্রাগ জাতীয় মরফিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে নালক্সোনকে দেখানো হয়। মরফিনের ১০ শতাংশ সমানের ৩ ভাগ বুপেনরফিন। আর এটি মরফিনের চেয়েও অধিক শক্তিশালী ড্রাগ বলে জানা যায়।

গাইবান্ধা জেলাকে মাদকমুক্ত করতে সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম এর দিক নির্দেশনায় গোপন সূত্রে খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম গত বৃহস্পতিবার রাতে রংপুর-বগুড়া মহাসড়ক ঘেঁষে সূর্য এন্টারপ্রাইজ কোচ কাউন্টার চত্ত্বরে অভিযান চালিয়ে গাবুর আলী গাবরুকে সাদা রংয়ের প্লাস্টিক জাতীয় দুটি ব্যাগ অভ্যন্তরে বিশেষ কায়দায় সাদা পলিথিনে মোড়ানো পৃথক দুটি এনার্জিপ্লাস বিস্কুটের কার্টন ভর্তি ওই পরিমাণ ইনজেকশনসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত গাবরু রংপুরের পীরগঞ্জ উপজেলার কাপড়িখাল গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে। 

থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান মাসুদ বিষয়টি নিশ্চিত করে জানান এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে গাইবান্ধা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। 

এবিএন/আরিফ উদ্দিন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ