আজকের শিরোনাম :

সাপাহারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০১৯, ১৯:০৬

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও তৈরীকৃত খাবার খোলা রাখার অপরাধে নওগাঁর সাপাহারে উপজেলা সদরের বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে ২৫ হাজার ১০০ টাকা জরিমান আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্টেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী।

আজ বৃহস্পতিতবার বেলা ১১ টায় উপজেলা সদরের বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনা শেষে নির্বাহী ম্যাজিষ্টেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যান চৌধুরী জানান, ভেজাল ও নোংরা পরিবেশে খাবার তৈরী এবং পরিবেশন এর বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।


এবিএন/নয়ন বাবু/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ