আজকের শিরোনাম :

কালীগঞ্জে শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় উৎসাহে আলোচনা সভা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০১৯, ১২:০৯ | আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১৩:২৪

সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের সাথে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের হলরুমে মিডা বিজ্ঞান ক্লাবের আয়োজনে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা এর সহযোগিতায় “তথ্য ও প্রযুক্তি উন্নয়নের ভিত্তি” এবং সকল বিজ্ঞান হোক জনগণের সচেতনের কান্ডারী এই শ্লোগানকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত সভায় বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি ও নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক মো. ইউনুস এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. আবু দাউদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ, সরকারি কালীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক মো. ওয়াজেদ আলী, সিনিয়র শিক্ষক মো. রোকনুর জামান, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা শংকর কুমার রায়, নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল হক, দৈনিক দৃষ্টিপাত প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, ইউপি সদস্য শেখ এবাদুল হক, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জিএম সাইফুল ইসলাম, নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশনের নলতা শাখা ম্যানেজার বাবলা আহমেদ প্রমূখ।  

সভায় নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহবুদ্দিন এর সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তোলোয়াত করে, ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আমির হামজা। গীতা পাঠ করে, ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী অর্পিতা মন্ডল। 

স্বাগত বক্তব্য রাখেন মিডা বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দাশ। 

এবিএন/রফিকুল ইসলাম/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ