আজকের শিরোনাম :

কাউনিয়ায় ‘ছেলে ধরা’ সন্দেহে ভারসাম্যহীন বৃদ্ধ আটক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০১৯, ১৯:৫৭

রংপুরের কাউনিয়ায় ছেলে ধরা সন্দেহে মানসিক ভারসাম্যহীন সেলিম মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এ নিয়ে গত কয়েকদিন থেকেই ছেলে ধরা আতঙ্কে রয়েছে এখানকার অভিভাবকরা।

স্থানীয়দের বরাদ দিতে কাউনিয়া থানার ওসি (তদন্ত) সেলিমুর রহমান সেলিম জানান, মানসিক ভারসাম্যহীন সেলিম সোমবার রাত ১১টার দিকে কাউনিয়া স্টেশন থেকে রেললাইনের উপর দিয়ে খোপাতী গ্রামের দিকে যাওয়ার পথে ছেলে ধরা সন্দেহে তাঁকে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার ওসি আজিজুল ইসলাম বলেন, মানসিক ভারসাম্যহীন সেলিম কী উদ্দেশ্য নিয়ে খোপাতী গ্রামে এসেছে তা জানার চেষ্টা করা হচ্ছে। তাছাড়া নাম জানতে পারলেও তার ঠিকানা জানাতে পারেনি সে। একেক বার একেক নাম ও ঠিকানা বলছে সে। একবার জানায় তাঁর বাড়ী ময়মনসিংয়ের গফরগাও উপজেরার গওরিপুর গ্রামের ছরত আলী ছেলে। তাঁর তিন কন্যা ও এক ছেলে রয়েছে। একটু অন্য নাম ও  ঠিকানা বলছে। সঠিক ঠিকানা না পাওয়া গেলে বুধবার তাঁকে রাজশাহীর সরকারী ভবঘুর আবাসন কেন্দ্রে পাঠানো হবে।


এবিএন/মো: মিজানুর রহমান/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ