আজকের শিরোনাম :

ইসলামপুরে হা-ডু-ডু খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০১৯, ১২:২০

জামালপুরের ইসলামপুর উপজেলায় হা-ডু-ডু খেলা দেখাকে কেন্দ্র করে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। 

গতকাল রবিবার (২১ জুলাই) বিকালে গোয়ালেরচর ইউনিয়নের মহলগিরী বাজারে এ ঘটনাটি ঘটে। এ ঘটনার মহলগিরি বাজারের ১০টি ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে।
    
জানা যায় গত ১৯ জুলাই বিকালে মহলগিরী বাজার সংলগ্ন চৌরাস্তা মোড়ে স্থানীয় পর্য়ায়ে হা-ডু-ডু খেলাকে ঘিরে দুটি গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। 

আহতরা হলেন ওই এলাকার মৃত হাবিবুর মদি সেরের ছেলে খুশি, মৃত ফজল আকন্দের ছেলে ওয়াহাব আলী, মৃত ঘুডু লক্ষীর ছেলে বকুল, মৃত নান্ডা শেকের ছেলে শহিজল, মৃত মাজন লক্ষীর ছেলে বদিউজ্জামান বদি লক্ষী। 

আহতদের ইসলামপুর উপজেলা ও জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনার পর থেকে মহলগিরি বাজারের প্রতিপক্ষের দোকানে হামলার এক পর্যায়ে ১০টি দোকানে তালা ঝুলিয়ে দেয়া হয়। মহলগিরী বাজারের ইজারাদার খোকা আকন্দ জানান ঘটনার পর থেকে ব্যবসায়ীদের তাদের ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকতে দিচ্ছেনা স্থানীয় একটি প্রভাশালী মহল। 

ইসলামপুর থানার ওসি আব্দুল্লা আল মামুন জানান মহলগিরী বাজারে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্তলে এক দর পুলিশ পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার অভিযোগ দিলে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এবিএন/শাহ্ জামাল/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ