আজকের শিরোনাম :

সদরপুরে মাসিক আইন শৃঙ্খলা সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০১৮, ১৪:২৬

সদরপুর (ফরিদপুর), ১১ জুন, এবিনিউজ : সারাদেশে মাদকের বিশেষ অভিযান থাকলেও ফরিদপুরের সদরপুর উপজেলার বিভিন্ন অঞ্চলে অভিযানের উল্লেখযোগ্য ভূমিকা না থাকায় সদরপুরে মাদকের বিরুদ্ধে অভিযানের জন্যে দাবি ওঠে মাসিক আইনশৃঙ্খলা সভায়।

আজ সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অতিরিক্ত উপজেলা নির্বাহী অফিসার মো. জোবায়ের রহমান রাশেদ এর সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, থানা তদন্ত কর্মকর্তা সুব্রত গোলদার, কৃষি কর্মকর্তা মো. ফরহাদুল মিরাজ, অধ্যক্ষ মহিলা কলেজ মো. জাহাঙ্গীর আলম সিদ্দিকী, উপজেলা প্রকৌশলী কাজী সেকেন্দার আলী, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মাদ আরিফ হোসেন, মহিলা উন্নয়ন কর্মকর্তা লায়লা রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন, শিক্ষা কর্মকর্তা আ. মালেক মিয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর কুমার বৈদ্য, ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বাবুল, মোয়াজ্জেম হোসেন, মো. নাসির উদ্দিন সরদার, মোয়াজ্জেম হোসেন, মো. বিল্লাল হোসেন ফকির, মো. আইয়ুব আলী, মো. ছমির বেপারী, ওমর ফারুক বেপারী, মনিরুল ইসলাম মুরাদ প্রমুখ।

আইনশূঙ্খলা সভায় চরনাছিরপুর,চরমানাইর,দিয়ারা নারিকেল বাড়িয়া ইউনিয়নে মাদক(ইয়াবাবড়ি) ছড়াছড়ির ব্যাপারে স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যানগণ মাদক রুখতে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান।

এ ব্যাপারে অতিরিক্ত উপজেলা নির্বাহী অফিসার মো. জোবায়ের রহমান রাশেদ বলেন, কঠোরভাবে মাদক দমন করা হবে। এ ব্যাপারে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিএন/সাব্বির হাসান/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ