আজকের শিরোনাম :

করিমগঞ্জে বাল্যবিয়ে পণ্ড : ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০১৯, ১৯:০৩

কিশোরগঞ্জের করিমগঞ্জে ভুয়া সনদে বাল্য বিয়ের চেষ্টার অপরাধে স্থানীয় কম্পিউটার অপারেটর মিজানুর রহমানকে এক মাসের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
এ ঘটনায় বিয়ের আয়োজনের কারণে কিশোরীর পিতা আবুল কালামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ রবিবার বিকেলে দেহুন্দা ইউনিয়নের জহিরকোনা গ্রামে উপস্থিত হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাল্য বিয়ে বন্ধের পাশাপাশি এ জেল-জরিমানা করেছেন বলে জানা গেছে।

জানা গেছে, করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের জহিরকোনা গ্রামের আবুল কালামের কিশোরী মেয়ে তানিয়ার বিয়ের আয়োজন করেন। এতে জন্মনিবন্ধনে ইউপি সচিবের স্বাক্ষর জাল করে কম্পিউটার অপারেটর মিজানুর রহমান ভুয়া সনদ দেন।

বিষয়টি জানাজানি হলে করিমগঞ্জ উপজেলা সহকারি কমিশনার(ভুমি) শামীমা ইয়াসমীন ঘটনাস্থলে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেন। দেহুন্দা ইউনিয়নের সচিবের স্বাক্ষর জাল করে ভুয়া সনদ দেয়ার দায়ে মিজানুর রহমানকে ১ মাসের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। আর বাল্য বিয়ের আয়োজনের দায়ে  কিশোরীর পিতা আবুল কালামকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন।
করিমগঞ্জ উপজেলা শারমীন সুলতানা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


এবিএন/শাফায়েতুল ইসলাম/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ