আজকের শিরোনাম :

কোটচাঁদপুরে হাসপাতালের পিছন থেকে নবজাতক শিশু উদ্ধার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০১৯, ১৪:০১

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিছন থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। 

গতকাল শনিবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের পিছন থেকে ওই নবজাতক শিশুটিকে উদ্ধার করে এলাকাবাসী। এ ঘটনায় নবজাতকের পিতাকে আটক করেছে পুলিশ।

কোটাচঁদপুর থানার ওসি (তদন্ত) ইমরান আলম জানান কোটচাঁদপুর হাসাপাতালের আয়া রিনা খাতুনের বাসায় অবৈধভাবে আজ দুপুরে গর্ভপাতের জন্য যায় ওই উপজেলার নওদাগা গ্রামের আক্কাস আলীর স্ত্রী ববিতা খাতুন। এ সময় আয়া রিনা তার গর্ভপাত ঘটিয়ে নবজাতককে ব্যাগে ভরে হাসপাতালের পেছলে ফেলে আসে। 

পরে এলাকাবাসী শিশুটির কান্না শুনে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নবজাতকের পিতা আক্কাস আলীকে আটক করেছে।

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল রশিদ জানান হাসপাতালে পিছন থেকে এলাকাবাসী নবজাতককে উদ্ধার করে। তার অবস্থা আশংকাজনক। 

তিনি আরো জানান নবজাতকের মা ববিতা খাতুন ও নবজাতকের শারীরিক অবস্থার আশংকাজনক হওয়ায় তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এবিএন/যবনিকা/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ