আজকের শিরোনাম :

পাঁচবিবিতে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে ভাইয়ের মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০১৯, ২২:১১

জয়পুরহাটে পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের শেকটা গ্রামে আপন চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে জিয়াউল হক (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে রংপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে হিলি সড়কে তার মৃত্যু হয়। নিহত জিয়াউল একই এলাকার মৃত জায়মুদ্দিনের পুত্র।

থানার অফিসার ইনাচর্জ মুনসুর রহমান জানান, বাড়ির উপর দিয়ে বিদ্যুতের তার টানাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে চাচাতো ভাই জিয়াউলকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন, স্থানীয়রা তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করার পর তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী সুফিয়া বেগম সকালে বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং-৪৪/১৯ইং। ঘটনার পর থেকে আসামী পালাতক রয়েছে।


এবিএন/সজল কুমার দাস/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ