সিরাজগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০১৯, ১৭:২৩

সিরাজগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও বন্যা কবালিত এলাকার বিভিন্ন স্থানে দূর্ভোগ বাড়ছে। সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ডপয়েন্ট এলাকায় ফাটল দেখা দিয়েছে। এতে শহরবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বর্তমানে যমুনা নদীর পানি ২ সে. মিটার কমে বিপদ সীমার ৯৭ সে. মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের এসও হেড কোয়াটার রনজিৎ কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল বৃহস্প্রতিবার রাত ১১ টার দিকে যমুনার পানির ¯্রােতে হার্টপয়েন্টের উত্তর তীরে কয়েকটি ব্লক সরে যাওয়ায় এই ফাটলের সৃষ্টি হয়। রাতেই সেখানে ব্লক নিক্ষেপের কাজ চলছে। এতে আতংকের কিছু নেই। কাজিপুরে ধসে যাওয়া রিং বাঁধের স্থান দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করায় ভাটি এলাকার আরো বহু গ্রাম প্লাবিত হয়েছে।

যমুনা নদীর তীরবর্তী চৌহালী, শাহজাদপুর, বেলকুচি, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চরসহ বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানি, জ্বালানি ও গো খাদ্যর চরম সংকট দেখা দিয়েছে। সেইসাথে অনেক স্থানে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

জেলা বন্যা নিয়ন্ত্রণ কন্ট্রোল রুম সূত্রে জানান যায়, যমুনা নদীর তীরবর্তী বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে এবং বন্যা কবলিত এলাকায় মেডিক্যাল টিম কাজ করছে।বন্যা কবলিত এলাকার বহু পরিবার স্থানীয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে।

এদিকে শুক্রবার দুপুরে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার, ঘাটাইল সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (ডিজাইন) মোতাহার হোসেন হার্টপয়েন্ট এলাকা পরিদর্শন করেছেন।


এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ