আজকের শিরোনাম :

বেড়ায় বন্যার পানিতে ঘরবাড়ী সহ ফসলের মাঠ প্লাবিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০১৯, ১৬:৪০

হুড়াসাগর ও যমুনা নদীতে এক যোগে পানি বৃদ্ধি পাওয়ায় পাবনার বেড়া উপজেলার নদী তীরবর্তি এলাকা সমূহের বাড়ীঘর ও বিস্তীর্ণ ফসলি জমি বন্যার পানিতে তলিয়ে গেছে,ভেসে গেছে পুকুর সহ জলাশয়ের চাষের মাছ। বন্যার পানিতে বাড়ী ঘর প্লাবিত হওয়ায় গবাদি পশু সহ মানুষজন চরম বিপাকে পড়েছে। বাড়ী ঘর ফেলে রেখে আশ্রয় নিচ্ছে বন্যা নিয়ন্ত্রন বাঁধে ।
       
উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের চরাঞ্চলের চরনাগদা,হাটাইল,আড়ালিয়া,চরনাকালিয়া,চর পাইখন্দ ও চর সাঁড়াশিয়ার চরাঞ্চলের প্রায় ১৫শ’বিঘে (৫শ’ একর)জমির আমন ধান,বর্ষালি ইরি,শাক সব্জি ও পটলের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছে।  ৯নং ওর্য়াডের  ইউপি সদস্য মো.ইউনুছ আলী ও স্থানীয়দের থেকে জানাযায়,গত এক সপ্তাহের ব্যবধানে এই সব জমির ফসল পানির নীচে তলিয়ে গেছে।
      
এ ব্যাপারে বেড়া উপজেলা কৃষি কর্মকর্তার অফিসের হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত  উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুল বারী জানান,বর্ষা মৌসুমে ডুবে যাওয়া ফসলাদি কয়েক দিন পানির নিচে থাকায় পঁচে যাবে যা থেকে কৃষক কিছুই আয় করতে পারবেনা।
 

এবিএন/নির্মল সরকার/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ