আজকের শিরোনাম :

সুন্দরগঞ্জে বন্যা দূর্গতদের মাঝে এমপির ত্রাণ বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০১৯, ১৯:৪৩

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন স্থানীয় সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। আজ বৃহস্পতিবার সকালে বন্যা দূর্গত এলাকা কাপাশিয়া, বেলকা, হরিপুর, শ্রীপুর ও চন্ডিপুর এলাকার বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের মাঝে তিনি ত্রাণ বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান, স্থানীয় নেতাকর্মী ও সুধীবৃন্দ।  ত্রাণসামগ্রী বিতরণকালে এমপি বলেন-এ সরকারের আমলে যতই দুর্যোগ আসুক না কেন কোন মানুষ না খেয়ে থাকবে না। যতই দিন যাচ্ছে এ উপজেলায় বন্যা দুর্গতদের সংখ্যা বেড়েই চলেছে। তবে আমরা থেকে নেই। সকলের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে যাবে।

এছাড়া বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথেই ক্ষতিগ্রস্থদের তালিকা প্রস্তুত করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। তিনি ৩ হাজার শুকনা খাবারসহ প্রতিজনকে ১০ কেজি করে চাল বিতরণ করেন। এ পর্যন্ত এ উপজেলায় বন্যা দুর্গতদের মাঝে ১শ ৪৫টন চাল, ৮শ প্যাকেট শুকনো খাবার, ২০ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও সাধ্যমতে গোখাদ্য বিতরণ করা হয়েছে।

এবিএন/রেদওয়ানুর রহমান/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ