আজকের শিরোনাম :

হোসেনপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০১৯, ১৮:০৬

“মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি” এই স্লোগান সামনে রেখে হোসেনপুরে জাতীয় মৎস সপ্তাহ পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সড়ক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা মৎস্য দপ্তর।

উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা ভূমি অফিস পুকুরে আনুষ্ঠানিকভাবে পোনা অবমুক্তকরণ করা হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমল কুমার ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ্ মাহ্বুবুল হক, উপজেলা প্রাণি সম্পদ কর্মকতা ডা: মোহাম্মদ জাবের, হোসেনপুর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান, সিদলা ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, উপজেলা কৃষকলীগ সভাপতি আক্তার হোসেন দুলাল, উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র শর্মা, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, ক্ষেত্রসহকারী আকলিমা আক্তার বিউটি, মৎস্য চাষী আক্তার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, পোনা মাছ নিধনসহ অপরিকল্পিত মৎস্য আহরণ বন্ধ বরার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন। এছাড়াও দেশীয় মাছ রক্ষায় পর্যাপ্ত অভয়াশ্রম প্রতিষ্ঠার জন্যও সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
 

এবিএন/খায়রুল ইসলাম/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ