আজকের শিরোনাম :

সিরাজগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০১৮, ১০:৪৮

সিরাজগঞ্জ, ১১ জুন,  এবিনিউজ : সিরাজগঞ্জে গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শাহীন শেখ (৪০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। 

সোমবার ভোর ৩টার দিকে পৌর এলাকার রায়পুর রেলওয়ে স্টেশনের পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত শাহীন পৌর এলাকার মাদকপল্লী খ্যাত মাহমুদপুর মহল্লার মৃত বিশা শেখের ছেলে।

পুলিশ জানায়, সংঘবদ্ধভাবে মাদক পাচার করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওসি মযহারুল ইসলাম এবং পরিদর্শক রওশন আলী ও উপপরিদর্শক ইয়াসিন আলী সঙ্গীয় ফোর্স পৌর এলাকার রায়পুর রেল স্টেশনের অদূরে অভিযান চালান। উপস্থিতি টের পেয়ে শাহিন ও তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এ সময় শাহিন গুলিবিদ্ধ হয় এবং বাকিরা পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ আড়াই’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও বেশ কিছু ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

অভিযানে অংশ নেওয়া তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি ডিবি পুলিশের। আহত পুলিশ সদস্যরা হলেন এএসআই শামিম হোসেন এবং কনস্টেবল শাহিন হোসেন ও মানিক শেখ। তাদের সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহত মাদক ব্যবসায়ী শাহিনের বিরুদ্ধে সদর থানা ও ডিবি পুলিশের কাছে কমপক্ষে ১০টি মাদক মামলা রয়েছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ