আজকের শিরোনাম :

আত্রাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০১৯, ১৩:৩২

নওগাঁর আত্রাইয়ে “মাছ চাষে গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”,  মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি স্লোগানে ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দিনের শুরুতেই সকাল ১০টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আম চত্ত্বরে এসে শেষ হয়। 

এ শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা যুব উন্নয়ন অফিসার ফজলুল হক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো. হাফিজুল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা নির্বাচন অফিসার তৌহিদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আকতারুজ্জমান, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, মৎস্যজীবী সমিতির সভাপতি ভূষন হালদার, সাধারণ সম্পাদক বিষ্ণু পদ হালদারসহ উপজেলার চার শতাধিক মৎস্যজীবীরা।

পরে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এর আগে গতকাল বুধবার বিকালে আত্রাই প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে  মতবিনিময় করেন। 

এ সময় উপস্থিত ছিলেন আত্রাই প্রেস ক্লাবের সভাপতি মো. রুহুল আমীন, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সেন্টু, সাংবাদিক রুহুল আমীন, তপন কুমার সরকার, ছাবে আলী রানা, আল আমীন মিলন, ওমর ফারুক, ফিরোজ হোসেন প্রমূখ।

এবিএন/মো. রুহুল আমিন/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ