আজকের শিরোনাম :

হাতীবান্ধায় বন্যার্তদের ত্রাণ বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০১৯, ১৩:২৮

লালমনিরহাটে বন্যায় পানিবন্দি এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে ত্রাণ হিসেবে চাল বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন। 

তিনি আজ বৃহস্পতিবার সকালে জেলার হাতীবান্ধা উপজেলার সির্ন্দুনা, সিঙ্গিমারী, গড্ডিমারী ইউনিয়নের পানিবন্দি এলাকাগুলো ঘুরে ঘুরে ত্রাণ বিতরণ করেন এবং ক্ষতিগ্রস্থ লোকজনের সাথে কথা বলেন। 

হাতীবান্ধা উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ফেরদৌস আলম বলেন এ উপজেলার জন্য ১৪০ মে. টন জিআর চাল, নগদ ১ লক্ষ টাকা ও আড়াই হাজার প্যাকেট শুকনা খাবার বরাদ্দ পাওয়া গেছে। জনপ্রতি ১৫ কেজি হারে চাল বিতরণ করা হচ্ছে। 

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা হায়দার আলী বলেন, এ পর্যন্ত জেলায় ৬ শত ৫০ মে. টন জি আর চাল ও সাড়ে ৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। 

এ ছাড়া শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে। 

এবিএন/আসাদুজ্জামান সাজু/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ