ভুরুঙ্গামারীতে মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০১৯, ২১:১৬ | আপডেট : ১৭ জুলাই ২০১৯, ২২:৩৮

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে উপজেলা মৎস্য কর্মকর্তা ফারাজুল কবির বলেন, দেশের আর্থ সামাজিক উন্নয়নে মৎস্য খাত একটি সম্ভবনাময় খাত। বর্ধিত জনগোষ্ঠির প্রাণিজ আমিষের চাহিদা পূরনের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র বিমোচন বৈদেশিক মুদ্রা অর্জন ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে দেশের অর্থনীতিতে মৎস্য খাত তাৎপর্যপূর্ন অবদান রেখে চলছে। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত বছরে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৪১.৩৪ লাখ মে.টন।  মাছ উৎপাদন হয়েছে ৪২.৭৭ লাখ মে.টন।

‌‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রেসক্লাব সভাপতি ডাঃ আঃ জলিল সরকার, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, সম্পাদক এমদাদুল হক মন্টু,  সাংবাদিক এ এস খোকন, মনজুরুল আলম, শামসুজ্জোহা সুজন, আরমান আলী  সহ প্রিন্ট ও ইলেকট্রক্সি মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এবিএন/এ এস খোকন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ