আজকের শিরোনাম :

বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

সাঘাটায় বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত, ট্রেন চলাচল বন্ধ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০১৯, ২১:০৭

উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও ভারী বর্ষণে ব্রক্ষ্মপুত্র নদের পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সাঘাটা উপজেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সান্তাহার থেকে লালমনিরহাটের রেল যোগাযোগও বন্ধ রয়েছে। সেই সাথে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।

গতকাল বুধবার পানির প্রবল স্রোতে সাঘাটা-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের পোড়াগ্রাম নামক স্থানে সড়ক সংযুক্ত বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এছাড়াও একই সড়কের বোনারপাড়া-বাদিয়াখালী সড়কের টেপা পদুমশহরের রাস্তা পানির নিচে তলিয়ে গেছে। ফলে সাঘাটা উপজেলার সাথে সড়ক পথে গাইবান্ধা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেই সাথে উপজেলার টেপা পদুমশহর, ভরট্ট পদুমশহর, চকদাতেয়া সহ বিভিন্ন গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে।

বোনারপাড়া রেলওয়ে ষ্টেশন মাস্টার খলিলুর রহমান জানান, বোনারপাড়া-লালমনিরহাট রেলপথের বাদিয়াখালী-ত্রিমোহনী রেল লাইন পানির নিচে তলিয়ে গেছে। এতে করে বুধবার সকাল ১১টা থেকে লালমনিরহাট-সান্তাহারের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে সমগ্র উপজেলার জনসাধারণের মাঝে এখন ভয়াবহ বন্যা আতংক বিরাজ করছে।
 
এবিএন/আসাদ খন্দকার/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ